নিজস্ব প্রতিবেদক: নাটোরে চীরায়ত বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব পালিত হয়েছে। আজ শানবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর রাণীভবানীর রাজবাড়ি চত্বরে আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতা আহমেদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, চীরায়ত বাংলার ঐতিহ্যবাহীবাহী এই উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন। নতুন ধান উঠার পর প্রতিটি বাঙ্গালীর ঘরে ঘরে পিঠা বানানো এবং খাওয়ার ধুম পড়ে যেত। অথচ আমরা আমাদের সেই ঐতিহ্যকে ভুলে পাশ্চ্যাত্য কৃষ্টির দিকে ঝুঁকে পরেছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যেন নিজেদের অতীতকে ভুলে না যাই। পরে অতিথিবৃন্দ পিঠা উৎসবে অংশগ্রহণকারী ১২ টি স্টল ঘুরে দেখেন।
আরও দেখুন
মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …