সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান

নাটোরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক………………………… নানা অভিযোগে নাটোরে বিভিন্ন যানবাহনে জরিমানা করা হয়েছে। ফিটনেস ও রুট পারমিট না থাকা, ওভার স্পিড, অতিরিক্ত ভাড়া নেওয়া সহ নানা অভিযোগে যাত্রীবাহী বাস-কার মাইক্রোবাস পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তিন মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের বড় হরিশপুর বাইপাস মরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশ ট্রাভেলস এ রুট পারমিট না থাকায় ৫০০ টাকা, একটি কারকে ওভার স্পীড এর জন্য ৫০০ টাকা, যাত্রীবাহী হানিফ কাগজ নাথাকায় ২০০০ হাজার টাকা, অপর একটি হানিফ গাড়ির কাগজ পত্র কিছুই নাই এজন্য ৩ হাজার টাকা, একটি পিকআপ এ ওভার স্পিড এর জন্য ৫০০ টাকা, যাত্রীবাহী বাস তুহিনের কাগজ পত্র ও রুট পারমিট না থাকায় ৫০০ টাকা, অপর একটি কারে ওভার স্পিড এর জন্য ১০০০ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। জেলা প্রশাসন, বিআরটিএ ও হাইওয়ে পুলিশ এর যৌথ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট ইসতিয়াক আহম্মেদ, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সার্জেন্ট লতা, বিআরটি এর মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা প্রমূখ। ঈদ যাত্রা নির্ভীঘ্ন করতে এবং সড়কে দুর্ঘটনা কমাতেই এই ধরনের উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিক্সায় শহর ঘুরালো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *