সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে-

আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে-

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ফ্যাসিবাদের পতনের পর ইসলামী আন্দোলনের জন্য অবারিত সুযোগ তৈরি হয়েছে। যদি এই সময়কে কাজে লাগাতে না পারি ইতিহাস আমাদের ছেড়ে দিবে না। ছাত্রশিবির জালিম হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন উপেক্ষা করে ২৪ এর অভ্যুত্থান সফল করতে সক্ষম হয়েছে। 

সমাজকে গড়তে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে। এজন্য এই সংগঠনকে এগিয়ে নিতে সাবেকদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে বলেন তিনি ।

বুধবার (০২ এপ্রিল ২০২৫) দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে  ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম এসব কথা বলেন। 

উপজেলা পূর্ব শাখা শিবির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও পশ্চিম শাখা সভাপতি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা, ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, নাটোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদ হাসান সহ বর্তমান ও সাবেক জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিক্সায় শহর ঘুরালো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *