নিজস্ব প্রতিবেদক …………………………আনন্দ ও সহমর্মিতার বার্তা নিয়ে হাজির হচ্ছে,পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে নাটোরের নলডাঙ্গার প্রপান ফিলিং স্টেশনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার(২৬শে মার্চ) বেলা ১১টার দিকে নলডাঙ্গা প্রপান ফিলিং স্টেশন কার্যালয়ের সামনে উপজেলার ৫শতাধিক দরিদ্র মহিলা ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্টানে প্রপান ফিলিং স্টেশনের পরিচালক ও মাধনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকরাম হোসেন ডলারের সভাপত্তিতে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান, বিসমিল্লাহ হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন,মাধনগর ইউ,পির প্যালেন চেয়ারম্যান কাজী ফরিদুল ইসলাম,পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক,মোঃ কাওছার আলী মন্ডল,হাফেজ আশরাফুল ইসলাম(বাবু), জিয়াউল রহমান,পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক,মোঃ কাওছার আলী মন্ডল,আয়েজ উদ্দিনসহ প্রমূখ। আকরাম হোসেন ডলার জানান,ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রপান ফিলিং স্টেশনের নিজস্ব অর্থায়নে উপজেলার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রপান ফিলিং স্টেশন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার,ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,নতুন পোষাক উপহার,বৃক্ষরোপণ ও বিতরণসহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।
