মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক যুবদল নেতাকে বহিষ্কার

নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক যুবদল নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক যুবদল নেতাকে বহিষ্কার করেছে সিংড়া উপজেলা যুবদল। আজ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিংড়া উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব এম এ মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গতরাতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগে যুবদল নেতা সোহাগ আলী ওরফে বানেস আলী ও তার তিন সহযোগী সহ চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার উত্তর দমদমা স্লুইচগেট এলাকার একটি বিলে চারজন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা যুবদল নেতা সোহাগ ও তার সহযোগী সালমান শাহ, রায়হান ওরফে রাজু ও আলামিনকে আটক করে গণধোলাই দেয়। এসময় সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে ওই চোর চক্রের সমর্থকরা পুলিশের গাড়ী ও পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী চুরির অভিযোগে আটক ৪ জন এবং আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …