মঙ্গলবার , মার্চ ২৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে কোরআন প্রতিযোগিতায় যা হলো,,,,

বড়াইগ্রামে কোরআন প্রতিযোগিতায় যা হলো,,,,

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে “হৃদয়ে বড়াইগ্রাম ফাউন্ডেশন” বনপাড়া পৌর শাখার উদ্যোগে পবিত্র কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১মার্চ) উপজেলা বনপাড়া পৌরসভার অডিটোরিয়াম হল রুমে সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কওমি, নূরানি ও হাফেজিয়া মাদরাসার ১১টি প্রতিষ্ঠানের মোট ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ৪ জন অভিজ্ঞ হাফেজ, ক্বারী ও আলেম।

উক্ত অনুষ্ঠানে ডা. রাশেদুল ইসলাম রাজু’র সভাপতিত্বে এবং মোঃ শফিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সহঃ সেক্রেটারি গুরদাসপুর বড়াইগ্রামের জামায়াতের মনোনিত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সেক্রেটারি বায়জিদ বোস্তামি বাদল। ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সাবেক সভাপতি নাহিদ হাসান মুন্না প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জনকারীকে নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৬ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৪ হাজার টাকা পুরস্কারসহ বই ও সনদ তুলে দেন অতিথিরা।

আরও দেখুন

লালপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন (৩০) নামে এক যুবককে আটক করেছে …