সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘পরাজয়’

কবি শাহিনা রঞ্জু’র কবিতা ‘পরাজয়’

কবিঃ শাহিনা রঞ্জু

কবিতাঃ পরাজয়

পরাজয় স্বীকার করে নিয়েছি
উল্লাসিত হয়ে লাভ নেই
সময় সমুদ্রের মত জোয়ারে
ভাসিয়ে নিয়ে যায়
আবার ফিরবার ভাটায়
ফেরত দিয়ে যায় সবকিছু
তোমাদের পথ চলার কোন
কোন রেখাপথ আঁকেনি এ জগত
তাই তার কোন চিন্হ নেই
তেমনি আমারও
পরিতাপের নিশ্বাসে যে আগুন
ধুলিকনা হয়ে থেকে যায় বাতাসে
সে বাতাস ঝড় হয়ে আসে কোনদিন
ভেঙে যায় ঘরবাড়ি জনপদ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …