মঙ্গলবার , মার্চ ১৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে পুত্রবধূ, নাতি ও সন্ত্রাসী কর্তৃক সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বড়াইগ্রামে পুত্রবধূ, নাতি ও সন্ত্রাসী কর্তৃক সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নিজ পুত্রবধূ, নাতি ও কতিপয় ভূমি দস্যু সন্ত্রাসী কর্তৃক অবৈধভাবে সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অসহায় এক বিধবা নারী। রবিবার (০২ মার্চ) সকালে উপজেলার মাঝগাও ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই ভুক্তভোগী বিধবা শাহানারা বেগম (৭০)। তিনি একই এলাকার মৃত আবুল কাশেম প্রামানিক এর স্ত্রী।
সংবাদ সম্মেলনে বৃদ্ধা শাহানারা বেগম বলেন, আমার স্বামী বিগত ২০২১ সালে মহামারী করোনা কালীন সময়ে মৃত্যুবরণ করেন, তার এক বছর পরেই স্ত্রী ও পুত্রের মানসিক নির্যাতনের শিকার হয়ে আমার একমাত্র পুত্র মিজানুর রহমান ২০২২ সালে স্ট্রোক করে মৃত্যুবরণ করে। বর্তমানে আমার তিন কন্যা ও এক নাতি ছাড়া রক্তের কেউ নেই। মৃত্যুকালে আমার স্বামী ৯ বিঘা পুকুর ৪ বিঘা বাগান সহ মোট ৩৭ বিঘা জমি রেখে যান। আমার স্বামী এবং পুত্রের মৃত্যুর পরে আমার পুত্রবধূ সাবিনা ইয়াসমিন সাথী এবং একমাত্র নাতি সিফাত হোসেন তাদের হিস্যা অনুযায়ী প্রায় ১২ বিঘা জমির মধ্যে দাগ ধরে ৮ বিঘা জমি বিক্রি করে দিয়েছে। বর্তমানে তারা মাধাইমুড়ি মৌজার ৭১ খতিয়ান ভুক্ত ২১৭, ২৩১, ২৩৩ দাগে ১৬৯ শতাংশ, ৭২নং খতিয়ান এ ২৬,২৭,২৮ দাগে মোট ৩৩৭ শতাংশ কাত অংশ মোতাবেক ৭০ শতাংশ পাওনা হইলেও ১৮৫ শতাংশ জমি জবর দখল করে রেখেছে। শুধু তাই নয়, ১৩ খতিয়ানের ২১৬ দাগে ১২ শতাংশ জমি শাহানারার নিজ নামে দলিলি সম্পদ , কিন্তু পরিবারটি বর্তমানে পুরুষ শূন্য হওয়ার সুযোগ নিয়ে এবং পুত্রবধূ ও নাতির সহযোগিতায় সেটিও জবর দখল করেছে এলাকার চিহ্নিত ভূমিদস্যু লায়েব উদ্দিন। অন্যদিকে ১৫১ দাগে ১০ শতাংশ জমি কিয়ামত আলী নামের এক সন্ত্রাসী দখল করে নিয়েছে বলে জানান ওই ভুক্তভোগী অসহায় বিধবা শাহানারা বেগম। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন এই অসহায় বৃদ্ধ বয়সে আমি এবং আমার কন্যারা নিরাপদে থাকতে পারি, আমাদের নিজস্ব বৈধ সম্পদ নিজেরা ভোগ দখল করতে পারি। একই সাথে তিনি নিজ পুত্রবধু , নাতি ও দখলদার ভূমিদস্যদের আইনের মাধ্যমে বিচারের দাবি জানান। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার কন্যা ফাতেমা বেগম ও উম্মী বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

আরও দেখুন

জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দিন -দুলু

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …