মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোর জেলা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটির ৩জনকে বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ

নাটোর জেলা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটির ৩জনকে বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,ঘোষিত কমিটি থেকে তিনজনকে বাদ দেয়ার দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল শনিবার কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নাটোর জেলা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিকে অসঙ্গতিপূর্ণ দাবি করে ৩ জনকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ।
সোমবার দুপুরে নাটোর শহরের হাফরাস্তা নেসকো অফিসের থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে কানাইখালী পুরাতন বাস্ট্যান্ডে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
এসময় জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বক্তব্য রাখেন। এসময় তারা বলেন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তাদের বিরোধীতা নেই। নতুন আহবায়ক কমিটির একজন যুগ্ম আহবায়ক ও ২ জন সদস্য ১৭ বছরে বিএনপির কোন কর্মসূচীতে ছিলেন না। তাই তাদের বাদ দেয়ার দাবি করেন তারা।
শনিবার রাতে রহিম নেওয়াজকে আহবায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে জেলা বিএনপির ১৬ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …