নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিংড়া হামিদিয়া মাদ্রাসায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সকলের সম্মতিক্রমে মুফতি মাসুম বিল্লাহকে সভাপতি ও মুফতি জাকারিয়া মাসউদকে সাধারণ সম্পাদক করে সিংড়া উপজেলা কমিটি গঠন করা হয়। এছাড়া হাফেজ আবু বকরকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা হুজায়ফাকে প্রচার সম্পাদক, হাফেজ মিজানুর রহমানকে সহকারী প্রচার সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হযরত মাওলানা আকরাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলার সভাপতি শাইখুল হাদিস মুফতি আব্দুল্লাহ মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মুজাজ্জাজ নাইম, অর্থ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোঃ হোসাইন আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোঃ আব্দুল মমিন প্রমুখ।