নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষকের দ্রুত বিচার করার দাবিতে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ আঠারো জানুয়ারি শনিবার বেলা ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে আদিবাসীদের নানা সংগঠন, বিভিন্ন উপজেলার ভূমিহীন সমিতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নরেশ ওরাও জানান, আদিবাসীরা তাদের জমি জমা বসতবাড়ি হারিয়ে ধনীক শ্রণির মানুষের কৃষি জমিতে কাজ করে খান। তারা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। এই কারণেই বিভিন্ন সময় তাদের শ্রমের ন্যায্য হিস্যা পান না,জমি দখল, নারী নির্যাতন ধর্ষণ সহ নানা অপরাধ কর্মকাণ্ড ঘটলেও তার বিচার পান না।
আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া জানান, ইতিপূর্বে নানা সহিংসতা ঘটলেও কোন বিচার পাননি আদিবাসীরা যে কারণে বারবার তাদের প্রতি সহিংসতা ঘটছে।
ভূমিহীন সমিতি বাগাতিপাড়ার নেতা মজিবর রহমান জানান, বর্তমানে আদিবাসীরা তাদের নিজস্ব জমি জমা হারিয়েছেন ভূমিদস্যুদের কারণে। বারবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় তারা আজ নিঃস্ব হয়ে পথে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, অবিলম্বে ভূমিদস্যুদের কবর থেকে আদিবাসীদের রক্ষা, তাদের জানমাল ইজ্জতের রক্ষা করা হোক।
একই দাবিতে শহরের মাদ্রাসা মোড়ে আদিবাসী পরিষদের অন্য একটি গ্রুপের মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুন্ডা কালিদাস। তিনি দ্রুততার সাথে শিশু শিক্ষার্থীর ধর্ষণের বিচার সহ আদিবাসীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে পাঠ্যপুস্তকে আদিবাসীদের যে গ্রাফিতি চিত্র ছিল সেটি পুনঃস্থাপনের দাবিও জানানো হয়। কালিদাস মুন্ডা আরো জানান, আদিবাসীদের আদিবাসী হিসেবেই স্বীকৃতি দিতে হবে এবং তাদের ন্যায্য দাবিদাওয়া গুলো অবিলম্বে পূরণ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
