শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুর ও সিংড়ার সিমান্তবর্তী দুই এলাকাবাসী আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার দুপুর ১২টায় সিংড়া উপজেলার সোনাপুর আঞ্চলিক সড়কে সোনাপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী মোঃ জিয়াউল হক জিয়া’র (৪০) বিরুদ্ধে সোনাপুর ও কুমারখালি গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। জিয়া ওই এলাকার মৃত-মোবারক হোসেনের ছেলে। ব্যবসায়ী আব্দুল হান্নান,আবু হানিফ,সেকেন্দার আলী জানান, ‘ আওয়ামী সরকারের শাসনামলে সোনাপুর ও কুমারখালী গ্রামের সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে জিয়াউল হক জিয়া। সরকার পতনের পরও তার চাঁদাবাজি ও সন্ত্রাসীকার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার নামে বিভিন্ন অপরাধমূলক অসংখ্য মামলা থাকার পরেও জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে তান্ডব চালায়। তার ভয়ে গ্রামের কেউ সুখ-শান্তিতে বসবাস করতে পারেনা। অসহায় নিরীহ পরিবারের কাছ থেকে এখনও বিভিন্ন সময় চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়া হলে মারপিট ও ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দেয়। নারীদের প্রতিও হিং¯্র আচরণ করার কারনে কোন নারী বাড়ি থেকে নিরাপদে বাহিরে বের হতে ভয় পায়। এসকল ঘটনার জন্যই তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।’ মানববন্ধনে অংশ নিয়ে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বলেন,‘জিয়াউল হকের জুলুম নির্যাতনে সাধারণ জনগণ অতিষ্ঠ। অস্ত্রধারী সন্ত্রাসী জিয়া। তার ভয়ে এলাকার মানুষ বাড়ি থেকে বের হতেও ভয় পায়। বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা গ্রেফতার করলেও জামিনে মুক্তি পেয়ে আবারও তান্ডাব চালায়।’ এ বিষয়ে জিয়াউল হক জিয়া’র সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসমাউল হক বলেন,‘নির্দিষ্ট ভাবে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এলাকাবাসী দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …