শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর

বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে শুক্রবার দিনভর প্রতিবন্ধীদের মাঝে সময় কাটালেন সাভার পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপির প্রতিষ্ঠাতা ব্রিটিশ নাগরিক ভ্যালেরি অ্যান টেইলর। এ সময় তিনি উপজেলার ভরতপুর গ্রামে বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং কম্বল বিতরণ করেন। পরে তিনি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় বিশেষ অতিথি হিসাবে সিআরপির সমাজকল্যাণ বিভাগের ইনচার্জ মোহাম্মদ শফিউল্লাহ, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল করিম। 

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …