নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর: গুরুদাসপুর থানার অভিযানে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত দুই আসামীসহ চারজন গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামী এবং পাঁচশ গ্রাম গাঁজাসহ এক মহিলা ও একজন সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে তাদেরকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, নাটোর পুলিশ সুপার স্যারের নির্দেশে গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম রোববার সকালে ওই মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে কুষ্টিয়ার দৌলতপুরের সাংথরামকৃষ্ণপুর বিশ্ববান ঢাকীপারা এলাকার মৃত হায়দার আলীর স্ত্রী সাহিদা বেগমকে (৪৫) পাঁচশ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।একই সঙ্গে গুরুদাসপুরের সাহাপুর দক্ষিণপাড়ার মনজিল সরদারের ছেলে সাজেদুল ইসলামকে (৩২) মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। মাদক বিরোধী এই অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীও গ্রেফতার হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …