নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া…………..নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছে। আজ ৬ জানুয়ারি সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার নাটোর দয়ারামপুর সড়কের সোনাপুর হিজলী দিঘাপাড়া নতুন মসজিদ এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেন মোটরসাইকেল যোগে দয়ারামপুর যাচ্ছিলেন একই সময়ে দয়রামপুর থেকে একটি মালবাহী ট্রাক নাটোরের দিকে আসছিল। সকাল ছয়টার দিকে উপজেলার হিজলি দীঘা পাড়া এলাকায় পৌঁছালে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন গুরুতর আহত হন। এ সময় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসমাইল হোসেনের মৃতদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ঘাতক ট্রাকটি সনাক্ত করে তার বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

ছাত্রদল নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছাত্রদল নেতা মিজানুর রহমানকে অব্যাহতি প্রদান করা হয়েছে। …