সোমবার , জানুয়ারি ৬ ২০২৫

বই উৎসব 

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,বছরের প্রথম দিনে

বই হাতে পাই

ঈদের মত আনন্দ নিয়ে 

বাড়ি ফিরে যাই

নতুন বই পেলে হাতে

সম্পর্ক করি বইয়ের সাথে 

সব কাজ ফেলে দিয়ে 

দেখব তখন সাথে সাথে।

বইয়ের অনেক পরিবর্তন 

চোখে পড়ে গেল,

নতুন কিছু শিখব ভেবে

মনে আনন্দ এলো।

জানুয়ারির ১ তারিখে

বই উৎসব হয়,

নতুন বইয়ের গন্ধে যেন 

সারাদেশ আনন্দময়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া…………..নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছে। আজ ৬ …