রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিএনপি নেতা রাঙ্গা আওয়ামী সন্ত্রাসী হিসেবে গ্রেফতার- নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের

বিএনপি নেতা রাঙ্গা আওয়ামী সন্ত্রাসী হিসেবে গ্রেফতার- নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,, নাটোরের সিংড়া থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী হিসেবে গ্রেফতার বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙ্গার স্ত্রী উম্মে সালমা পাপিয়া। এ সময় পরিবারের সদস্যর সহ এলাকাবাসীও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী এনায়েত করিম রাঙ্গার সাথে তার ভাতিজা আওয়ামী লীগ কর্মি ফয়সাল আহম্মেদ ও তার চাচা আওয়ামী লীগ নেতাদের সাথে দীর্ঘ দিন ধরেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রাঙ্গা যেহেতু বিএনপির রাজনীতির সাথে জড়িত সেজন্য তাকে বিভিন্নভাবে হয়রানীর চেষ্টা চালিয়ে আসছিল আওয়ামীলীগ সরকারের সময় থেকে। ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহনকারী জিয়া পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙ্গা। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন করেছে রাঙ্গা। যার অনেক তথ্য প্রমান রয়েছে। বর্তমানে তার ভাতিজা ষড়যন্ত্রকারী কথিত সমন্বয়ক ফয়সাল আহমেদ আওয়ামী লীগ সরকারের পতনের পর সমন্বয়ক পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মামলার হুমকি দিয়ে আসছিল। বর্তমানে ঢাকার সুত্রাপুর থানার একটি হত্যা মামলা ও নাটোরে তিনটি মামলায় রাঙ্গাকে আসামী করে মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় গত শনিবার পুলিশ এনায়েত করিম রাঙ্গাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারের প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ রাঙ্গাকে আওয়ামী সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন। ফয়সাল আহমেদের দায়েরকৃত মামলা ছাড়া আর কোথাও কোন মামলা নেই রাঙ্গার বিরুদ্ধে বলে উল্লেখ করেন রাঙ্গার স্ত্রী পাপিয়া। তিনি রাঙ্গার মুক্তির দাবি সহ রাঙ্গার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারী কথিত সমন্বয়ক ফয়সাল আহমেদের বিচার দাবি করেন। তবে অভিযুক্ত ফয়সালে বক্তব্য জানার জন্য তাকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, এটি নাটোরের কোন মামলা নয়। এই মামলা দায়ের হয়েছে ঢাকায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে রিকুইজিশন দিলে সিংড়া পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …