নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে জুলাই বিপ্লবে আহত কলেজছাত্র আসমাউল হুসনাকে চিকিৎসা ও লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়েরন অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।
আজ সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদর দপ্তরে তার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।
জুলাই বিপ্লবে ২২ জুলাই সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল শুরু করলে পুলিশ ছাত্রদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। এতে বালিয়াদিঘি এলাকার ইনজামাম হকের ছেলে কলেজ ছাত্র আসমাউল হুসনার বাম পা ক্ষতিগ্রস্থ হয়। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে কারাগার থেকে বের হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এখন সে ভালোভাবে হাটতে পারেন না।
এদিকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, জুলাই ও ৫ আগস্টে যা আহত হয়েছে তাদের বিজিবির পক্ষ থেকে স্বার্বিক সহযোগিতা করা হবে। সেই সাথে বিজিবি’র এই ধরণের সামাজিক কর্মকান্ড চলমান রাখবে।