নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। জেলার সবচাইতে বড় ধর্মপল্লী বনপাড়ার লুর্দের রানী মা মারীয়া গির্জায় সকাল সোয়া ৭টায় ও ৯টায় বড়দিনের খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়েছে। খ্রিস্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে কেক কাটা, পিঠা উৎসব, অতিথি আপ্যায়ন, কীর্তন আনন্দ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ পরিচালনা করেন পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহকারী পাল পুরোহিত ফাদার পিউস গমেজ। একইভাবে জেলার ছোট-বড় ৩৪ টি গির্জায় অনুষ্ঠিত হয় বড়দিন।
আরও দেখুন
লালপুরে গোঁসাই আশ্রমে কমিটি
গঠন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদবৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহŸায়ক …