বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় ইটভাটায় জলা দখল! জলাবদ্ধতার

সিংড়ায় ইটভাটায় জলা দখল! জলাবদ্ধতার

শিকার ৫শ একর জমি

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের ৫ টি গ্রামের ৫ শ একর জমি
জলাবদ্ধতার কারনে কৃষকরা কাঙ্খিত আবাদ থেকে বঞ্চিত হচ্ছে । এতে করে
৫ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও জনপথের জায়গা দখল এবং
জলাশয় বন্ধ করে ক্ষমতার অপব্যবহার করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী
সাবেক মেয়র সহ কয়েকজন। যারা ইটভাটার রাস্তা করতে জলাশয় দখল
করেছেন। যার খেসারত দিচ্ছে শত শত কৃষক। তাছাড়া কৃষি জমির পাশে
এসব ইটভাটার কারনে কৃষি জমিও হুমকির মুখে। জলাবদ্ধতা নিরসন না
হলে কৃষকদের কষ্টের সীমা থাকবে না বলে মন্তব্য করেছেন অনেকে।
আগপাড়া, পাঁচবাড়িয়া, মাঝপাড়া, মাদারীগ্রাম, খাগোরবাড়িয়া,
নিওগিরগ্রামের ৫ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত। ৫০০ একর জমি
জলাবদ্ধতার শিকার। যার কারনে কৃষকরা আগে তিন আবাদ পেলেও এখন
কেউ ১ আবাদ পায়, কেউ ২ আবাদ পায়।
ইটভাটা রয়েছে সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউনিয়ন
পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী, উপজেলা আওয়ামী লীগের
সদস্য লিটন আলী। ইটভাটার কারনে জলা বন্ধ হয়ে পড়ায় জলাবদ্ধতা সৃষ্টি
হয়েছে। এজন্য অপরিকল্পিত ইটভাটা নির্মানকে দুষছেন কৃষকরা।
এছাড়া আশরাফুল ইসলাম, আসাদ নামে দু-ব্যক্তি জলা দখল করে দোকান
নির্মানের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরকোল ইউনিয়নে গড়ে উঠেছে বেশ
কয়েকটি ইট ভাটা। ভাটার গাড়ি চলাচলের কারনে সড়ক ও জনপথের
জায়গা দখল করে রাস্তা নির্মান করা হয়েছে। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি
হয়েছে। প্রতি বছর এসব বিলে ফলন কমেছে। আশরাফুল ইসলাম এর ছেলে
বুলবুল। সে সরকারী জায়গা দখল করে দোকান নির্মান করার চেষ্টা করার
জন্য জলাশয় দখল করে জনগন বাধা দেয়। খয়ের অটো মিলের ছাই ফেলা
হচ্ছে। এতে ও বাধা হচ্ছে পানির প্রবাহ। এসব এলাকার শত শত কৃষক

কৃষির উপর নির্ভরশীল। এজন্য তারা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী
অফিসার মাজহারুল ইসলাম বরাবর আবেদন জানিয়েছে।
কৃষকেরা জানান, ইটভাটার কারনে কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি
হয়েছে। আগে ২০ মন ধান হতো সে জমিতে এখন ৫/৭ মন ধান হয়।
আমরা আর্থিক ভাবে লোকসানের সম্মুখীন। উপজেলা কৃষি অফিসার
খন্দকার ফরিদ বলেন, কৃষি প্রধান এলাকায় জলাবদ্ধতা কৃষির ফলন কমছে।
কৃষকেরা আমাদের প্রান। কৃষক না বাঁচলে সবার জন্য ক্ষতিকর।
জলাবদ্ধতা নিরসনে কৃষি বিভাগ সহায়তা করতে প্রস্তুত।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, কৃষকদের
অভিযোগ পেয়েছি। ইটভাটার মালিকদের বিষয়টি অবগত করে পানি
নিষ্কাশনে উন্মুক্ত করে দেয়ার জন্য তাদের তাগাদা দেয়া হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …