শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গা থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নলডাঙ্গা থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গা থেকে আনারুল ইসলাম (২৯) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২০ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার হালতি এবং খোলাবাড়িয়া গ্রামের মাঝখানে পাকা রাস্তার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত আনারুল ইসলাম নাটোর সদরের পারহালসা গ্রামের মৃত শুকুর আলীর একমাত্র ছেলে। পেশায় সে একজন অটো রিক্সা চালক। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নলডাঙ্গা থানার ২নং মাধনগর ইউনিয়নের হালতি ও খোলাবাড়িয়া বিলের মাঝামাঝি স্থানে ঢালাই রাস্তার পূর্ব পাশে ৩০-৩৫ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা যায়, ভিকটিমের মুখ মন্ডলে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে। তিনি আরো জানান, ভিকটিমকে কে বা কারা ঘটনাস্থলেই হত্যা করে ফেলে রেখে গেছে। রাজশাহী থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিটের কর্মকর্তাবৃন্দ এসে মরদেহের পরিচয় সনাক্ত করছেন। আনারুল ইসলামের পরিচয় সনাক্তের পর তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং এর কারণ উদঘাটন করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে অটো রিক্সা ছিনতাইয়ের কাজে বাধা দেয়ার কারণেই তাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …