বুধবার , ডিসেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রামে ,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কোশাষ গ্রামে। জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে কোশাষ গ্রামের জিয়ারুল ইসলামের ১৮ মাস বয়সি নাতি জুনায়েদ হোসেন সবার অজান্তে পাশ্ববর্তী আব্দুর রশিদের পুকুরের পানিতে ডুবে মারা যায়। 

পরে তার মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। শিশু জুনায়েদ হোসেন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বলদাহার গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে। 

পরে তার স্বজনরা নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দিলে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এই মৃত্যুর বিষয়ে কারোর প্রতি কোনো সন্দেহ না থাকায় পুলিশ ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি প্রদান করেন। শিশু জুনায়েদ হোসেনের পিতা-মাতার মধ্যে বিচ্ছেদ ঘটলে তার মায়ের সাথে নানাবাড়িতেই থাকতো।

আরও দেখুন

বড়াইগ্রামে বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর)  সকাল …