বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়ায়,,,,,,,,,,,,,,, নাটোরের বাগাতিপাড়ায় মো. আব্দুর রশিদ চৌধুরী নামে বিএনপির এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।   সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ চৌধুরী বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে। তিনি দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী জানান, সোমবার রাত ১টার দিকে তার পরিবারের চারজন সদস্য সবাই গভীর ঘুমের মধ্যে ছিলেন। হঠাৎ গুলির শব্দ হতে থাকে। এতে তাদের ঘুম ভেঙে যায় এবং গুলির শব্দ শুনে তারা বাড়ির ভেতরে ছুটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। জয়ন্তীপুর বাজারের নৈশ প্রহরীর বরাত দিয়ে বিএনপি এই নেতা আরও জানান, দুটি মোটরসাইকেল যোগে মোট ছয়জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে থানায় বিষয়টি জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে পিস্তলের দুটি তাজা গুলি ও সাতটি খালি খোসা পায়। গুলিতে বাড়ির থাই গ্লাস ও দেয়াল ফুটো হয়েছে এবং জানালার গ্রিল বাঁকা হয়ে গেছে।   আতঙ্ক ছড়ানোর জন্য তার বসতঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারণা বিএনপি নেতা রশিদের। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদের বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি। এ ঘটনার পর এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যেও দেখা দিয়েছে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক  জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা অনুসন্ধানসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে শহীদ মিকদাদ খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জুলাই বিল্পবের অন্যতম শহীদ মিকদাদ হোসেন খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের …