নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,লালপুরে নৈতিক স্খলনযুক্ত ব্যক্তি মো: সাজ্জাদুর রহমান সাদ্দামকে মডেল
মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে
স্থানীয় মুসল্লিবৃন্দ। মঙ্গলবার দুপুরে গোপালপুর মডেল প্রেসক্লাবের
সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন লালপুর উপজেলা শাখার তাবলীগ জামাতের আমির
শফিউল ইমাম রুমী। এছাড়া লিখিত বক্তব্য রাখেন,শাহীনুর
আলম,বৈদ্যনাথপুর মসজিদ কমিটির সেক্রেটারি ইয়াবুল হোসেন,হারেজ
উদ্দিন,লালপুর বাজার মসজিদ কমটির সদস্য আল আমিন। জেলা প্রশাসক ও
নাটোরের পুলিশ সুপার বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, গত
১৬/১১/২০২৪ তারিখে নিয়োগ পরীক্ষার মাধ্যমে মো: সাজ্জাদুর রহমান
সাদ্দামকে নিয়োগ দেন মডেল মসজিদ কর্তৃপক্ষ। সে একজন
আওয়ামীলীগের সক্রিয় কর্মী। অর্থনৈতিক দূর্নীতির কারনে
গোপালপুর কাসেমুল উলুম মাদ্রাসা থেকে, জৈনক মহিলার সাথে অবৈধ
সম্পকের কারণে কালুপাড়া মসজিদ থেকে, বুধিরামপুর মহিলা মাদ্রাসার
শিক্ষিকার সহিত অবৈধ সম্পর্কের কারনে লালপুর বাজার মসজিদের ইমাম
পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এদিকে এধরণের নৈতিক স্থালনযুক্ত ও
দুর্নীতি গ্রস্ত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ না দেওয়ার জন্য
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান বক্তরা। এবিষয়ে সাজ্জাাদুর
রহমান সাদ্দাম বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও
বানোয়াট।
নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে নৈতিক স্খলনযুক্ত ব্যক্তিকে মডেল মসজিদের ইমাম নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আরও দেখুন
দিনাজপুরে ২২ হাজার পিসনেশাজাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,সিগারেটের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় সিএনজির যাত্রীবেশে২২ হাজার পিচ ট্যাপেটাডোল ট্যাবলেট পাচারের …