নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,স্বাধীনতার ৫৩ বছরে দেশের অন্যান্য এলাকার নারীদের পাশাপাশি
অনেক এগিয়েছে
সীমান্তবর্তী এলাকার নারীরাও। তারই অংশ হিসেবে দিনাজপুরের
হিলিতে এই চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল “নারী
উদ্যোক্তা বিজয় মেলা”।
যেখানে উদ্যোক্তারা তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন পণ্যের
পসরা সাজিয়ে বসেছেন।
আজ সোমবার দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
অমিত রায় এই মেলার উদ্বোধন করেন।
দুপুর থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায়
দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ও বিক্রি ভালো হওয়ায় খুশি
উদ্যোক্তারা। দেখছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।
একইসঙ্গে এমন আয়োজনে খুশি জানিয়ে প্রতিবছর এমন
বিজয় মেলা আয়োজনের দাবী মেলায় আসা দর্শনার্থী ক্রেতাদের।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসনের
সহযোগীতায় উপজেলার ২৪ জন নারী উদ্যোক্তার আয়োজনে উপজেলা
পরিষদ চত্বরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রম ধর্মী নারী উদ্যোক্তা মেলা।
দেশের সবচেয়ে নিকটতম সীমান্তবর্তী এলাকা হিলি। এখানে
রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এতদিন শুধু পুরষরা বিভিন্ন
ব্যবসা করে আসলেও এবার সেই তালিকায় নাম লেখান নারীরাও। নিজ
হাতে তৈরি পোশাক, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য নিয়ে
২৪টি স্টল দিয়ে বসেন তারা।
আরও দেখুন
বড়াইগ্রামে বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর) সকাল …