শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের বিদায়

বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের বিদায়

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,কর্মজীবনের ইতি টেনে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান।বৃহস্পতিবার ওই শিক্ষকের বিদায় উপলক্ষ্যে তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। শিক্ষক মোখলেসুর রহমান উপজেলার তমালতলা হাজিপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক স্মৃতিচারণ অনুষ্ঠানেরো আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাগাতিপাড়া সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশিদ সোনা, শিক্ষক রাজিব হোসেন, ছাত্রীদের মধ্যে মাইশা, মালিহা মাহিম এবং মাহিমা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শতশত বর্তমান এবং সাবেক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।ওই প্রতিষ্ঠানের শিক্ষক রাজিব হোসেন বলেন, বিদ্যালয়ে এই প্রথম কোন শিক্ষকের বিদায়। তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হওয়ায় সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের আশা ছিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায় দেওয়া। তাই ঘোড়ার গাড়িতে করে ব্যতিক্রমী এই বিদায়ের আয়োজন করা হয়।বিদায়ী প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান বলেন, বড় কষ্টের সময় হলেও আজ আমার অনেক ভালো লাগছে। মাত্র তিনজন ছাত্রী নিয়ে শুরু করে আজকে প্রতিষ্ঠানে প্রায় ৪০০ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই আজকে দেশের বড়ো জায়গায় কর্মরত রয়েছে। শেষে তিনি কান্না জনিত কন্ঠে বাকি জীবনের জন্য সকলের নিকট দোয়া চান।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …