নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কামারদহ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আলোর কোন ফাউন্ডেশনের উদ্যোগে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে সিরাজগঞ্জ একাদশ ও গোপালপুর একাদশ। টুর্নামেন্টে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে সিরাজগঞ্জ একাদশকে ৪-৫ গোলে হারিয়ে বিজয়ী হয় গোপালপুর একাদশ। খেলা শেষে আলোর কোন ফাউন্ডেশনের সভাপতির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। নারীদের এমন ফুটবল টুর্নামেন্ট দেখতে বহু দর্শক উপস্থিত ছিলেন মাঠ জুড়ে।
![](https://naradbarta.com/wp-content/uploads/2024/12/Screenshot_2-21.jpg)