নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার রয়না মোড়ে অস্থায়ী কার্যালয়ে মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (আসক) নাটোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। ফাউন্ডেশনের জেলা সভাপতি ডা. নাজমুল হকের সভাপতিত্বে ও সম্পাদক সুমন হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনেন উপদেষ্টা জননী হাসপাতালের পরিচালক মো. আবু বকর সিদ্দিক, বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রাকিব হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদ আলী, সাংবাদিক আব্দুল আউয়াল মন্ডল, প্রভাষক শফিকুল ইসলাম ও প্রভাষক জাহাঙ্গীর কবীর মানিক। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন করেন।