শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি মাহাবুব হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু’র স্বাগত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও উপজেলা বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেওয়া হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …