রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে এলাকায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান

লালপুরে এলাকায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া পশ্চিম কারিগর পাড়া এলাকায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় কারখানার মালিককে ভোক্তা অধিকার আইনের ২০০৯/৪২ ধারা অনুযায়ী চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে চুন, ফিটকারী, লালি গুড়, কাপড়ের রং, ভারতের গোখাদ্য এবং অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল জব্দ ও ধ্বংস করা হয়।।এছাড়া, তিনজন ব্যক্তিকে আটক করে তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে পুলিশ, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …