নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুুরে নর্থ বেঙ্গল সুগার মিলে
বয়লারের পাম্প হাউসে পড়ে ইমরান হোসেন বিদ্যুৎ নামের এক কর্মচারীর মৃত্যু
হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় তার মৃত্যু হয়।
মিল সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ওই মিলে কর্মরত অবস্থায়
বয়লারের ইঞ্জেকশন পাম্প হাউসে পড়ে যান ইমরান। এসময় তার শরীরের অধিকাংশ স্থান
ঝলসে যায়। এরপর চিকিৎসার জন্য তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা
হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিদ্যুৎ গোপালপুর পৌরসভা
এলাকার বিজয়পুর গ্রামের বাসিন্দা ও গোপালপুর ডিগ্রী কলেজের কর্মচারী
সাইফুলের ছেলে। বিদ্যুৎ বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন।
মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু
জানান বিদ্যুৎ মিলে চুক্তিভিত্তিক পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল
মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। মিল কর্তৃপক্ষ তার চিকিৎসার সার্বিক
সহযোগিতা দিয়েছে। আমরা ইউনিয়নের পক্ষ থেকে মৃতের স্ত্রীকে একটি চাকরি
দেয়ার দাবি জানিয়েছি।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি ) আসহাব উদ্দিন জানান শ্রমিকের মৃত্যুর ঘটনাটি
অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার পরে মিল কর্তৃপক্ষ তার চিকিৎসার সার্বিক
সহযোগীতা প্রদান করেছে। মরহুমের দাফনের পর পরিবারের সদস্যদের সাথে আলোচনা
করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরো জানান দুর্ঘটনার কারণ
অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান আমরা
শাহবাগ থানা পুলিশের সাথে যোগাযোগ করেছি। মৃত কর্মচারীর মরদেহ
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে আল সাফী নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর …