নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,নাটোর সিংড়া মহাসড়কে সিংড়া বাসচাপায় রাসেদ (৬০) নামে
একজন ভ্যানচালক নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। আহতরা
হলেন নিঙ্গইন নতুনপাড়া গ্রামের সিরাজ সরকার (৬৫) নিঙ্গইন আদর্শ
গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) ও একই এলাকার আন্ধসঢ়;জুমান আরা।
৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল চারটায় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া
বালুভরা এলাকায় এ ঘটনা ঘটে। নাটোর থেকে বগুড়াগামী রোদেলা
পরিবহন নামে একটি বাসে পিষ্ট হন। রাসেদ পৌর এলাকার নিঙ্গইন
গ্রামের মৃত আব্বাসের ছেলে।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, নিহত ভ্যানচালকের লাশ
ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয় এবং আহতদের সিংড়া স্বাস্থ্য
কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও দেখুন
বড়াইগ্রামে শহীদ মিকদাদ খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জুলাই বিল্পবের অন্যতম শহীদ মিকদাদ হোসেন খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের …