নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,কাগজপত্র না থাকার পরও নাটোরের বাগাতিপাড়ায় কৃষকের ৩০ শতাংশ জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখল করতে না পেরে প্রভাবশালী চক্রটি খুন-জখমের হুমকী দিচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা গ্রামের ছাতিনতলা মাঠে।
সরেজমিনে দেখা গেছে, ওই জমিসহ আরো ৪৫ শতাংশের মূল মালিক পাঁকা গ্রামের মিছু প্রামাণিক। তার মৃত্যুর পর পৈত্রিক সূত্রে ওই জমির মালিক হন সমশের আলী (২৩ শতাংশ) এবং জমশেদ আলী (২২ শতাংশ)। তারা বর্তমানে ওই জমি দখল করছেন। অথচ জমির মালিক না হয়েও ওই জমি নিজের বলে দাবি করছেন পাঁকা গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মাহাতাব আলী।
ওই জমির বর্তমান মালিক সমশের আলী ও জমশেদ আলী জানান, আর.এস খতিয়ান অনুযায়ী তাদের পিতা মিছু প্রামাণিক উক্ত জমির মালিক ছিলেন। মিছু প্রামাণিকের মৃত্যুর পর তারা মালিক হয়ে দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ করছেন। অথচ হুট করে মোট জমি (৪৫ শতাংশ) মধ্যে ৩০ শতাংশ জমি নিজের বলে দাবি করছেন মাহাতাব আলী নামের এক ব্যক্তি। দখলে থাকার পরেও তারা ওই জমির ওপরে কোনো কাজ করতে গেলে লোকজন দিয়ে বাধা দিচ্ছে মাহাতাব। এমনকি খুন-জখমের হুমকীও দিচ্ছে।
এ নিয়ে অভিযুক্ত মাহাতাব আলী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাদী-বিবাদীর সাথে কথা বলে এবং কাগজপত্র দেখে সুষ্ঠু সমাধাণ করা হবে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক বলেন, ঘটনাটি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।