নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা’কে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার বেলা সাড়ে ১২টায় দিকে ক্যাবের উপজেলা কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজারে অভিযান বৃদ্ধি করা, টিসিবির ট্রাকসেল বাড়ানো, টিসিবির কার্ড বাড়ানো, ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোরভাবে নজরদারি করা, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করা এবং খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের দাবি জানানো হয়েছে।
এ সময় ‘ক্যাব’ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু সহ ‘ক্যাব’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।