সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বড়াইগ্রামে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নিরাপদ খাদ্য বিষয়ক সমন্বয়ক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ডিসেম্বর)  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা প্রাণী সম্পদ অফিসার নুরে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রেজাউল করিম, বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, 

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মাহদি হাসান, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক সাইফুর ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমুখ।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …