রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে ন্যায্য মূল্যের অস্থায়ী বাজারের উদ্বোধন

নাটোরে ন্যায্য মূল্যের অস্থায়ী বাজারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক……….নাটোরে ন্যায্য মূল্যের অস্থায়ী বাজারের উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ জনগণকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি থেকে স্বস্তি দিতে এই উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এখান থেকে সাধারণ ক্রেতারা প্রতিদিন ২১০ টাকা লিটার দরে সরিষার তেল, মরিচ গুড়া ১০০ গ্রাম ৪২ টাকা, হলুদ ১০০ গ্রাম ৩৪ টাকা,লাল ডিম হালি ৪৫ টাকা ,সাদা ডিম হালি ৪৩ টাকা,গরুর মাংস কেজি ৬৩০ টাকা, বোয়াল মাছ কেজি ৩৫০ টাকা, টেংরা মাছ কেজি ৩০০ টাকা, সোনালি মুরগী ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার খোলা থাকবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …