রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা

বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ সভা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত সমিতির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সদস্য মো. সোলায়মান আলীর সঞ্চালনায় সমিতির হাসপাতাল, বনপাড়াতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ¦ আকবর আলী মৃধা, সদস্য ডা. ওয়ালিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকলনা কর্মকর্তা (অব.) প্রবীন কুমার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মহিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন, মমিনুুল ইসলাম, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ সাইফুর রহমান ও সহ-সভাপতি আলহাজ আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিভাগ খোলা, অবকাঠামো বৃদ্ধির জন্য জমি ক্রয়, ভবনের দ্বিতীয়তলা নির্মাণ ইত্যাদি বিষয় আলোচনা হয়। এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন থেকে সম্মানজনক আর্থিক সহায়তার আশ^াস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সমিতির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস।  

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …