মঙ্গলবার , নভেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে অনিয়মে নিয়োগ নেয়ার 

রাণীনগরে অনিয়মে নিয়োগ নেয়ার 

অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের 

বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,নওগাঁর রাণীনগর উপজেলার মালশন 

গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকারের 

বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে নিয়োগ নেয়ার অভিযোগ ওঠেছে।এঘটনায় 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর 

লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ময়না খাতুন। 

অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ৫কর্ম দিবসের মধ্যে কারন 

দর্শাতে পত্র দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ময়না খাতুনের দায়েকৃত লিখিত অভিযোগ সুত্রে 

জানাগেছে,মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক 

নিয়োগের জন্য গত ১৯৯৯ সালে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে নিয়োগ 

বিধি মতে,ওই পদে আবেদনের জন্য কমপক্ষে ১২বছরের অভিজ্ঞতা এবং প্রতিটি 

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ২য় বিভাগ/শ্রেনী থাকার বিধান রয়েছে। অথচ 

নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে কোন অভিজ্ঞতা না থাকলেও এবং শুধুমাত্র 

এসএসসিতে ২য় বিভাগ এবং এইচএসসি ও বি,এ-তে ৩য় বিভাগ/শ্রেনী 

থাকার পরেও আবেদন করে জালিয়াতির মাধ্যমে ২০০০সালের ১জানুয়ারী নিয়োগ 

নেন। 

ময়না খাতুন জানান,জালিয়াতী করে নেয়া নিয়োগের বিরুদ্ধে প্রয়োজনীয় 

পদক্ষেপ নিতে এবং সুষ্ঠু বিচারের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর 

লিখিত অভিযোগ দিয়েছি। আসা করছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ সু-

বিচার করবেন।

জানতে চাইলে মালশন গিরিগ্রামের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকার 

বলেন,নিয়োগের বিধি মেনেই সে সময় আবেদন করেছি এবং নিয়োগ 

পেয়েছি। এখানে কোন জালিয়াতি বা অনিয়ম করা হয়নি জানিয়ে তিনি 

আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কারন দর্শানোর একটি পত্র 

দিয়েছেন। গত রোববার পত্র পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই পত্রের জবাব 

দাখিল করা হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন,এঘটনায় 

গত ১৭নভেম্বর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে 

বিধি মোতাবেক কারন দর্শাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পত্র দেয়া হয়েছে। 

পত্রপ্রাপ্তির ৫কর্ম দিবসের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তি 

পদক্ষেপ নেয়া হবে।

আরও দেখুন

আলু পেঁয়াজের অনলাইন বুকিং বন্ধ প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন সেদেশের ব্যাবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,ভারতের পশ্চিম বঙ্গে আলু, পেঁয়াজের সংকটের অজুহাতে অনলাইন বন্ধ রেখেছেন পশ্চিম বঙ্গ সরকার …