বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে পাকা সড়কে একটি বড়গর্ত হওয়ায় কারণে যান 

রাণীনগরে পাকা সড়কে একটি বড়গর্ত হওয়ায় কারণে যান 

চলাচলের চরম দূর্ভোগ 

নিজস্ব প্রতিবেদক রাণীনগর …………  নওগাঁর রাণীনগরে পথচারীরে চলাচলের পাকা সড়কে বড় গর্ত হওয়ার 

কারণে যানবাহনসহ সাধারণ মানুষ জীবনের ঝুুুঁকি নিয়ে চলাচল করছে ফলে যে কোন সময় ঘটতে পারে 

বড়ধরণের দূর্ঘটনা। নওগাঁর রাণীনগর উপজেলার ৭নং একাডালা ইউনিয়নের স্থল থেকে নগর 

পাঁচুপুর পর্যন্ত পাকা সড়কের স্থল গ্রামে পাকা সড়কটির একটি জায়গায় বড় গর্তের সৃষ্টি 

হয়। সড়কটি দিয়ে এলাকার স্কুল,কলেজের ছাত্র/ছাত্রীসহ পথচারী ও সাধারণ জনগন প্রতিনিয়ত চরম 

ঝুুুঁকি নিয়ে চলাচল করছে। এই সড়কটি দিয়ে এলাকার কয়েকটি গ্রামের জনসাধারণ নিয়মিত চলাচল 

করে। অত্র গ্রামের বেশ কয়েকজন অটো চার্জার  চালক হামিদুর ইসলাম, বাবু সরদার,আব্দুল মান্নানসহ বেশ কয়েক জন জানান, মাঝে মধ্যে যাত্রী নিয়ে এই গর্তের

কারণে গাড়ী উল্টে পরে ঘটছে দূর্ঘটনা, বেশ কয়েক মাস ধরে উক্ত রাস্তাটিতে একটি বড় গর্ত হওয়ায় 

কারণে যান চলাচলের অযোগ্য হয়ে পরেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন প্রকার সংস্কার বা 

মেরামতের উদ্যেগ দেখা যায়নি।এই পাকা সড়কটি দিয়ে প্রতিনিয়ত অটো চার্জার 

ভ্যান,ভটভটি,ইজিবাইক,মোটর সাইকেল,সিএনজিসহ বিভিন্নরকম যানবাহন জীবনের ঝুুুঁকি নিয়ে 

চলাচল করতে দেখা যাচ্ছে। যানবাহন ছাড়াও অত্র এলাকার কৃষকের উৎপাদনকৃত বিভিন্ন রকম ফসল এলাকার 

বিভিন্ন হাটবাজরে বিক্রয় করা ও স্কুল,কলেজের ছাত্র/ছাত্রীদের চলাচলের ক্ষেত্রেও পোহাতে হচ্ছে অনেক 

দূর্ভোগ বলে জানান তারা, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত সড়কটির দিকে সু-নজর দিয়ে 

দ্রুত সংস্কারের দাবি জানান।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …