শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ

নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ই নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ছয়টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মুনাফা কেন্দ্রিক লুটেরা “ব্যবস্থার পরিবর্তে বৈষম্যহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলুন” প্রতিপাদ্য নিয়ে বাসদের ৪৪তম ও ১০৭তম রুশ বিপ্লব বার্ষিকীতে এই মিছিল ও সমাবেশ করেন তারা। বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ জেলা কমিটির আহবায়ক দেবাশীষ রায় এর সভাপতিত্বে বাসদ নাটোর জেলা শাখার সদস্য সচিব মোবারক হোসেন, মহিলা ফোরামের সভাপতি আলেয়া বেগম, আদিবাসী নেত্রী সন্ধ্যা পাহাড়ি প্রমুখ। এ সময়ে উপস্থিত বক্তারা বলেন, সংবিধান পরিবর্তনের নামে আপনারা নিজেদের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন না, যে সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা ও অবস্থানের পরিবর্তন হয় না, সে পরিবর্তন আমরা চাই না। অতি দ্রুত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …