বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ৪ অভিযুক্ত গ্রেফতার

নাটোরে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ৪ অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,গত ১২ নভেম্বর নাটোর শহরের বড়গাছা সাহাপাড়া  এবং বড়গাছা পালপাড়া এলাকায়  সংঘটিত ডাকাতির ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হল নাটোর শহরের আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোঃ রনি (৩৬), তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত হারুন আলীর ছেলে সবুজ আলী (২৭), সিংড়া উপজেলার বিলদহর দড়িমহিষমারি এলাকার আতারুল ইসলামের ছেলে এনামুল হক (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই থানার দারিয়া গাথি এলাকায় নীরেন চন্দ্রের ছেলে মিন্টু কুমার (৩২)। আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, গত ১২ নভেম্বর ভোররাতে শহরের বড়গাছা সাহাপাড়া এবং বড়গাছা পালপাড়া এলাকার কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ডাকাতির শিকার উত্তম কুমার সাহা এবং স্বপন কুমার কুন্ডু বাদী হয়ে নাটোর থানায় এজাহার দায়ের করেন। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় এজাহার দায়েরের পর পুলিশ তদন্ত নেমে অতি দ্রুততার সাথে নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুন্ঠিত কিছু মালামাল এবং দেশীয় অস্ত্র সহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে। তিনি আরো জানান, অন্যান্য অভিযুক্তদের ধরার জন্য এবং লুন্ঠিত স্বর্ণালংকার এবং টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …