রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে টিসিবি পণ্য বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১!

বড়াইগ্রামে টিসিবি পণ্য বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১!

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে রাজাপুর বাজার এলাকায় গোপালপুর ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়, এসময় রুবেল নামের একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১ টার দিকে বড়াইগ্রাম থানাধীন ৬ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণ কে কেন্দ্র করে বড়াইগ্রাম থানার বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ সামসুল আলম রনি এর অনুসারী ইউনিয়ন বিএনপি যুবদলের সভাপতি মোঃ বিল্লাল মেম্বার (৪০), সহ ১৫/২০ জন এবং ৬ নং গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আজহার আলী খলিফা এর অনুসারী তার ছেলে ও সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সহ ১০/১২ জন এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষের এক পর্যায়ে রনির অনুসারী বিজল এর হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে মোঃ রুবেল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। রুবেল উপজেলার অর্জুনপুর গ্রামের মোঃ হাসমত খলিফা এর ছেলে। 

প্রকাশ থাকে যে, গত ৫ আগষ্ট এর পর থেকে রনি গ্রুপের একক আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক সমস্যা চলে আসছিল। বর্তমানে রাজাপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …