নিউজ ডেস্ক ………‘কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য’-ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত নজরুল শ্যামা সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠানে বলেন ভারতীয় হাইকমিশনার মি. প্রণয় ভার্মা। মঙ্গলবার বিকেলে (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত (আইজিসিসি) ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতের একটি সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়। নজরুল মা কালীকে নিয়ে শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যাকে শ্যামা সঙ্গীত বলা হয়। অনুষ্ঠানে নজরুলের শ্যামা সঙ্গীতের নির্বাচিত শিল্পকর্ম পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সি, মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা তাঁর ভাষণে বলেন, কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের উভয়ের মধ্যে ঘনিষ্ঠ মানুষে মানুষে এবং সাংস্কৃতিক সংযোগ স্থাপনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম দেয়। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।
নীড় পাতা / উত্তরবঙ্গ / কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য- মি. প্রণয় ভার্মা
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …