বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / যেদিকেই তাকাবেন উন্নয়ন আর অগ্রগতির প্রতীকশহীদ জিয়ার রাজনীতি

যেদিকেই তাকাবেন উন্নয়ন আর অগ্রগতির প্রতীকশহীদ জিয়ার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,৭৫ পরবর্তী সিপাহি জনতা বন্দীত্ব থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানকে মুক্ত করে বাংলাদেশ শাসন করার জন্য এই চেয়ার ক্ষমতায়
বসিয়েছিল। আর শহীদ জিয়া ক্ষমতায় বসার পর বাকশাল থাকলো না
এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হলো। তিনি ক্ষমতায় বসার পর
তলাহীন ঝুড়ির তলা লাগানো হয়েছিলো এখন যা দেওয়া হয় ঝুড়ি
ভরে যায় কেউ আর চেটেপুটে খায় না। যেদিকেই তাকাবেন
উন্নয়ন আর অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি বলে মন্তব্য
করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার
ব্যক্তিগত চিকিৎসক এজেডএম ডা জাহিদ।
আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর
উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, শহীদ জিয়ার আমলেই গার্মেন্টস চালু
হয়েছিলো তিনি প্রথম দেশ গার্মেন্টস নামের একটি
প্রতিষ্ঠান শুরু করেছিলো কাজেই আজকে আপনি আমি আমরা
কাপড় পড়তে পারছি। উত্তরাঞ্চল কৃষি নির্ভর এলাকা এখানে
উৎপাদিত কৃষি পণ্যের নায্যমূল্য পাওয়া,পল্লী বিদ্যুৎ সংযোগ
সবকিছু তার আমলেই হয়েছিলো। জিয়াউর রহমান আর একটা
জিনিস দিয়েছেন সেটা হলো আমরা যে ধর্মের হয় না কেনো
আমরা বাঙালি সেটাই আমাদের পরিচয়।

আরও দেখুন

নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার …