মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট 

নন্দীগ্রামে বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বগুড়ার নন্দীগ্রামে হাট-বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। 

তিনি বুধবার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট-বাজার মনিটরিং করেন। সেসময় কুন্দারহাটের মুদির দোকানদার শাহজাহান আলী মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০০ টাকা জরিমানা করেন। 

একই সাথে তিনি পলিথিন ব্যবহার না করার বিষয়ে বিক্রেতাদের সতর্ক করে দেন। এছাড়াও তিনি নুনদহ (রুপিহার) মেসার্স আকবর অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের পাকা রশিদের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করার বিষয়ে দিগনির্দেশনা প্রদান করেন।

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …