সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ 

বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কৃষি ফসল বৃদ্ধির নিমিত্তে কৃষি প্রণোদনার আওতায় ৬ হাজার ৯১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিভিন্ন ফসলের যেমন শীতকালীন পেঁয়াজ,গম,ভুট্টা, সরিষা, চিনা বাদাম,মসুর, ও খেসারীর বীজ ও সার পর্যায়ক্রমে দেয়া হবে। উদ্বোধনের দিনে শুধু সরিষা বীজ উপজেলা মোট ১৪০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মাহদি হাসান 

 বিশেষ অতিথি ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব, সাংবাদিক কায়েস উদ্দিন, রতন আলী সহ কৃষক- কৃষাণী প্রমুখ।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …