নিজস্ব প্রতিবেদক,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পলিথিন ব্যাগ সংরক্ষণ করায় নিরঞ্জন সু স্টোরের মালিক নিরঞ্জন কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে ২৮৭০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। আজ ৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে নিরঞ্জন সু স্টোরে অভিযান চালিয়ে এই জব্দ এবং জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না জানান, পরিবেশ সংরক্ষণে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়। কোন দোকান বা বিপনি বিতানে পলিথিন ব্যাগ ব্যবহার করতে না পারে সেই জন্য সারাদেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আজ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিরঞ্জন সু’স্টোরের মালিক নিরঞ্জন এর গোডাউন থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্য মানের ২০৮৭০ কেজি পলিথিন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তিনি আরো জানান এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরঞ্জন সু স্টোরের স্বত্বাধিকারী নিরঞ্জন জানান, নিষেধাজ্ঞা দেবার আগে এই পলিথিনগুলো ক্রয় করা ছিল। কিন্তু হঠাৎ করে এতো টাকার পলিথিন নিয়ে আমি নিরুপায় হয়েছিলাম। অনন্যোপায় হয়ে এই পলিথিন আমি আমার গোডাউনে রেখে দিয়েছিলাম।
আরও দেখুন
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …