নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেছে বাদ পড়া প্রার্থীরা। বাদ পড়া প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে অভিযোগ করেন, দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষনা করা হয়েছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন।দৌড়ে ২০০ মিটারের পরিবর্তে ৩০০ মিটার করানোর অভিযোগও তুলেছেন তারা। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে চাকরি প্রার্থীরা পুলিশ লাইন্সের সামনের রাস্তায় অবরোধের চেষ্টা করলে পুলিশ সুপার মারুফাত হুসাইনের নেতৃত্বে পুলিশ তাদের সরিয়ে দেয়। বিকেলে পুলিশ লাইন্সের মূল গেটের সামনে বাদ পড়া প্রায় ৩০-৪০ প্রার্থী বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ছুটে গিয়ে নিয়োগে কোনো অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে তাদেরকে সরিয়ে দেয়। এবিষয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, নাটোরে ৫০ জন লোক নিয়োগ হবে, যেখানে আবেদন করেছে ৪ হাজার ৪০৭ জন। অনিয়মের অভিযোগ সঠিক না। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে। আজকে অকৃতকার্যদের একটি অংশ হঠাৎ করে বাইরে এসে হট্টগোল শুরু করে। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। এখানে অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নেয়া হয়নি। বিভিন্ন মাধ্যমে জানতে পারছি একটি পক্ষ তাদের উস্কে দিয়েছে। এবিষয়ে রাজশাহী রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আলমগীর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি জানতে পেরে তিনি নাটোরের পুলিশ সুপারের সাথে তিনি কথা বলে বিষয়টির খোঁজ খবর নিয়েছেন। পুলিশ নিয়োগে কোনো অনিয়ম করার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগ হবে বলে তিনি নিশ্চিত করেন। নাটোর জেলার ৫০জন বাসীন্দাকে পুলিশ কনস্টেবল হিসাবে নিয়োগ দেয়া হবে। এজন্য কয়েক হাজার আবেদন পড়েছে।শনিবার যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন ছিলো।
আরও দেখুন
নন্দীগ্রামে বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বগুড়ার নন্দীগ্রামে হাট-বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), …