মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

নন্দীগ্রামে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রাণী দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায়ইরা পারে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। নন্দীগ্রাম উপজেলার মাটি অনেক উর্বর। তাই এই মাটিতে অনেক ফসল উৎপাদন করা সম্ভব। দ্বিধা-দ্বন্দ ভুলে গিয়ে আপনারা পরিশ্রম করে সবধরনের ফসল উৎপাদন করে সফলতা অর্জন করুন। তাহলে সবাই লাভবান হবেন। আমি আশা করি আপনারা সমবায় সমিতি করে বসে থাকবেন না। নিজেদের দক্ষতা প্রমাণ করুন যে আমরাই পারি। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, সাংবাদিক জাকারিয়া লিটন, মামুন আহমেদ ও সমবায়ী মুকুল হোসেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন সমবায়ী আফজাল হোসেন। 

আরও দেখুন

নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক …………… নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের …