বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার‌্যালয়েরা সামনে বেলুন উঠিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের শুভ উদ্বোধন করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার সহ অন্যান্য কর্তকর্তারা।

উদ্বোধন শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া শেখানো হয়।

পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাবিক হাসান তরফদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, সহকারী প্রকৌশলী ফজলে রাব্বী সহ অন্যান্য কর্তকর্তারা।

বক্তারা বলেন, প্রত্যেককে বিভিন্ন রকম কাজের আগে পরে হাত ধোয়া জরুরী প্রয়োজন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …